‘নারীশক্তিই দেশকে এগিয়ে নিয়ে যাবে’ মহিলা বিল পাশের পর মন্তব্য যোগীর, ‘হাথরস’ মনে করাল বিরোধীরা

কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ দেশের প্রায় সমস্ত বিরোধী দলই বিলকে সমর্থন জানিয়েছেন। ব্যতিক্রম শুধু আসাদউদ্দিন ওয়েসির এআইএমআইএম।

‘যারা মহিলাদের হেনস্তা করে তাদের জন্য যমরাজ অপেক্ষা করছে’। কয়েক দিন আগে রাজ্যের দুষ্কৃতীদের এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার মহিলা সংরক্ষণ বিল পাশের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে বললেন, বললেন, ‘নারীশক্তিই দেশকে এগিয়ে নিয়ে যাবে’।

বুধবার লোকসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। বৃহস্পতিবার এই বিল পেশ করা হয়েছে রাজ্যসভায়। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ দেশের প্রায় সমস্ত বিরোধী দলই বিলকে সমর্থন জানিয়েছেন। ব্যতিক্রম শুধু আসাদউদ্দিন ওয়েসির এআইএমআইএম। তবে তাঁরা বিরোধিতা করলেও রাজ্যসভাতেও বিল পাশ করাতে কেন্দ্রকে বেগ পেতে হবে না বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।

Yogi Adityanath,Uttar Pradesh,Women Reservation Bill

লোকসভায় বিল পাশের খবর আসতেই উচ্ছ্বসিত যোগী আদিত্যনাথ। তিনি এই বিলের যাবতীয় কৃতিত্ব দিয়েছেন প্রধানমন্ত্রীকেই। প্রশংসায় ভরিয়ে দিয়ে বলেছেন, ‘মহিলারাই দেশের ভবিষ্যৎ। তারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে’। পাশাপাশি মোদী সরকারের এই উদ্যোগকে নারীর ক্ষমতায়নের দিকে একটি বৈপ্লবিক পদক্ষেপ বলে  উল্লেখ করেছেন তিনি। যারা এই বিলের সমর্থনে দাঁড়িয়েছেন তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন যোগী।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মহিলা সংরক্ষণ বিল ভারতের জন্য অত্যন্ত গর্বের। এই বিল পেশ প্রমাণ করে ভারত একটি মহান গণতন্ত্র। এটি কেবল মহিলা জনগোষ্ঠীকে অধিকার দেবে না, ভারতীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী এবং আরও মহিলা অংশগ্রহণমূলক করে তুলবে’। এরপর মোদীকে অভিনন্দন জানান তিনি। বলেন, ‘এই বিল উন্নত ভারত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর ধারাবাহিক যাত্রাকে আরও ত্বরান্বিত করবে। দেশের জনগণকে অভিনন্দন’।

প্রসঙ্গত, যোগী রাজ্য উত্তর প্রদেশ থেকে হামেশাই নারী নির্যাতনের খবর পাওয়া যায়। তাঁর জমানাতেই হাথরসের মতো ঘটনা ঘটেছে। বিজেপি নেতা কুলদীপ সেঙ্গারের ঘটনাও বিজেপি তথা যোগী সরকারের উপর কালো দাগ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।




Leave a Reply

Back to top button