Alien News Viral : পুরুষদের প্রেম আর পোষাচ্ছেনা! এই বিখ্যাত অভিনেত্রী মজেছেন এলিয়েনের প্রেমে

প্রেম ভারী অদ্ভুত জিনিস। কে যে কখন কার প্রেমে পড়বে তা স্বয়ং ব্রহ্মাও জানেননা। প্রেম বয়স, লিঙ্গ, বর্ণ, ধর্ম কিছুই মানেনা, কারণ ‘পিরিতি কাঁঠালের আঠা’, যা লাগলে পড়ে সহজে ছাড়েনা। রোজ কত মানুষ আকছার প্রেমে পড়ছে, কিন্তু কস্মিনকালেও কি একথা শুনেছেন যে এলিয়েনের প্রেমে পড়েছে কোনো মানুষ? এমনই আকাশ কুসুম দাবি করেছেন লন্ডনের বিখ্যাত অভিনেত্রী( Alien News Viral )তথা ইউটিউবার অ্যাবি বেলা।

অ্যাবি বেলার বক্তব্য

Alien News Viral

তার বক্তব্য, পৃথিবীর পুরুষদের ভালোবাসার প্রতি তিনি বিরক্ত হয়ে পড়েছেন তাই তার মন মজেছে ভিন গ্রহের জীবে। রূপকথার গল্পের মতো তার জীবনে নাকি আচমকা আসেন এক এলিয়েন, যার প্রেমেই বর্তমানে হাবুডুবু খাচ্ছেন অ্যাবি।

Alien News Viral

তিনি জানান, একদিন বিকেলে তিনি জানলার দিকে তাকিয়ে প্রকৃতি দেখছিলেন আর তখুনি একটি উড়ন্ত যান তার দিকে ছুটে আসে। এলিয়েনবাহী সেই যানে ওঠানোও হয় তাকে, আর সেখানেই নাকি অ্যাবি খুঁজে পান তার প্রেমিক এলিয়ানকে।

ইউটিউব চ্যানেলে তিনি কি বললেন

Alien News Viral

মহামারীকালে যখন সারা পৃথিবী ব্যতিব্যস্ত, তখন অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে রসিকতা করে বলেছিলেন ‘আমি চাই আমায় কোনোও এলিয়েন এসে অপহরণ করে নিজের সঙ্গে নিয়ে যাক’।

Alien News Viral

কয়েক মাস আগে এক রাতে তিনি স্বপ্ন দেখেছিলেন একটি কণ্ঠ তাকে বলছে, ‘ঠিক জায়গায় অপেক্ষা করো’।

অ্যাবি বেলার এলিয়েন নিয়ে স্বপ্ন

Alien News Viral

মাঝে মাঝেই নাকি স্বপ্নে তিনি এমন সাদা আলো দেখতেন। বেলার বিবরণ অনুযায়ী, সেই রাতে ঠিক ১২ টায় তিনি এক উড়ন্ত যান দেখতে পান আকাশে। বেলা কিছু বুঝে ওঠার আগেই দেখেন, তিনি বেডরুমে নয় এলিয়েনবাহী উড়ন্ত যানটির নিচে দাঁড়িয়ে আছেন। যার মধ্যে লম্বা এবং সরু ৫ জন এলিয়েন ছিলেন। বেলা ঠিক করে চেহারা দেখতে পাননি তবে বুঝেছিলেন ওরা সবুজ রঙের।

Alien News Viral

বেলার এই বক্তব্যে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন এটি বেলার কোনো মনস্তাত্ত্বিক রোগ। তবে বেলা তার প্রেমিক এলিয়ানের ছবিও এঁকে দেখিয়েছেন। বেলা আরও জানান, তাকে নাকি প্রেমিক এলিয়েন বলেছেন মানুষের সঙ্গে প্রেম করা তাদের গ্রহে নিষিদ্ধ। তবে বেলার জন্য সে সবকিছু করতেই প্রস্তুত আছে। যদি বেলার সম্মতি থাকে তাহলে তারা তাকে তাদের গ্রহে নিয়ে যাবে।

আরও পড়ুন : Indian Army News : প্রজাতন্ত্র দিবসে শৌর্যচক্রের দ্বারা সম্মানিত হলেন ৬ ভারতীয় জওয়ান, চিনে নিন এই বীরদের




Leave a Reply

Back to top button