Bollywood News : একটা দুটো নয় তিন তিনটে বিয়ে! এই ৫ বলি তারকাদের রয়েছে একাধিক বিয়ে

বলিউড (Bollywood News) জগতের ডাকলেই কম বেশি চর্চায় জড়িয়ে থাকেন। বিশেষত অভিনেতা-অভিনেত্রীদের জীবনের গোপন তথ্য জানতে সর্বদা উৎসুক থাকেন দর্শক। তাদের জীবনের ঘটমান ঘটনা দর্শকের কাছে মুখরোচক গসিপ। এমন কিছু অভিনেতা-অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে আছেন যারা একাধিক বার বিবাহ করেছেন। বলিউডের এই সব সেলিব্রিটিরা হলেন

করণ সিং গ্রোভার (Karan Singh Grover)

Bollywood News

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন হলেন করণ সিং গ্রোভার। করণ সিং ও বাস্তবে তিন বার বিয়ের বাঁধনে আবদ্ধ হয়েছেন। প্রথমে তিনি ২০০৮ সালে একজন টেলি অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন, কিন্তু মাত্র ১০ মাসের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। দ্বিতীয়বার তিনি বিয়ে করেন ২০১২ সালে জেনিফার উইংগেটকে, কিন্তু দুই বছরের মধ্যেই সেই সম্পর্কের ইতি হয়।পরবর্তীতে অভিনেতা ২০১৬ তে অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। বিপাশা অভিনেতার তৃতীয় স্ত্রী।

কিশোর কুমার (Kishore Kumar)

Bollywood News

বলিউডের এক অসাধারণ গায়ক ও অভিনেতা ছিলেন কিশোর কুমার। তার অনবদ্য গানের গলা দরদকের হৃদয় কেড়ে নিয়েছিল। তার অভিনয় সিনেমা জগতে শ্রেষ্টতম। তার গানগুলি আজ অমর। তবে এই অভিনেতা সম্পর্কেও জানা যায়। কিশোর কুমার বাস্তবে চারবার বিয়ে করেছিলেন। তিনি প্রথম ১৯৫০ সালে রুমা গুহ ঠাকুরতার সাথে বিবাহে আবদ্ধ হন। কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে ও কিশোর কুমার ১৯৬০ সালে অভিনেত্রী যোগিতা বালির সাথে দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন। এবং পরে তিনি ১৯৬০ সালেই অভিনেত্রী মধুবালাকে বিয়ে করেন। এবং শেষ তিনি ১৯৮০ সালে লীনা চন্দভারকরের সাথে চতুর্থ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সিদ্ধার্থ রায় কাপুর (Siddharth Roy Kapur)

Bollywood News

সিদ্ধার্থ রায় কাপুর একজন চলচিত্র প্রযোজক। বর্তমানে তিনি জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের স্বামী। কিন্তু বিদ্যা বলেন আসলে সিদ্ধার্থ রায় কাপুরের তৃতীয় স্ত্রী। সিদ্ধার্থ প্রথম নিজের এক বান্ধবী আরতি বাজাজকে বিয়ে করেছিলেন পরে তিনি ২০১১ সালে কবিতার সাথে বিবাহে আবদ্ধ হন। এবং তৃতীয়বার তিনি বিদ্যা বালানকে বিবাহ করেন।

আদনান সামি (Adnan Sami)

Bollywood News

আদনান সামি একজন বিখ্যাত শাস্ত্রীয় সংগীত গায়ক। তিনি একজন গায়ক হওয়ার সাথে সাথে সুরকার, বাদ্যকার ও অভিনেতাও। এই গায়ক তিনটি বিবাহ করেছিলেন। প্রথমে অভিনেত্রী জেবা বখতিয়ারকে, দ্বিতীয় সাবাহ গালাদারির সাথে ও তৃতীয় বিয়ে সম্পন্ন করেন রোয়া ফারাবীর সাথে।

নীলিমা আজিম (Neelima Azeem)

Bollywood News

বলিউডের এই অভিনেত্রী তিন বার বিবাহ করেছেন। তার দুটি পুত্র আছেন। শাহিদ কাপুর (Shahid Kapoor) ও ঈশান খাট্টর (Ishaan Khatter)। ১৯৭৯ সালে বলিউড এর অন্যতম অভিনেতা পঙ্কজ কাপুরকে বিবাহ করেছিলেন তিনি কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে তিনি দ্বিতীয়বার বিয়ে করেন ১৯৯০ সালে অভিনেতা রাজেশ খট্টরকে। তবে অভিনেত্রীর দ্বিতীয় বিয়েও সুখের না হওয়ায় তিনি বিবাহ বিচ্ছেদে বাধ্য হন এবং অবশেষে তিনি আবারো ২০০৪ সালে রাজা আলী খানের সাথে বিবাহে আবদ্ধ হয়েছিলেন।

 




Leave a Reply

Back to top button