Bollywood News : মাংস ছেড়ে সবজি প্রেম! এই বলি অভিনেত্রীদের খাদ্যাভ্যাস জানলে অবাক হবেন

ভারতবর্ষে খাবার মেনুর কোনো অভাব নেই, ভেজে থেকে নন ভেজে সব ধরণের খাবারেরই সমৃদ্ধ আমাদের দেশ। কিন্তু কিছু মানুষ নিরামিষ খেতে পছন্দ করেন তো কিছু মানুষ আবার আমিষ অর্থাৎ মাছ মাংসের স্বাদ একটু বেশিই ভালোবাসেন। আবার এমনও অনেকে আছেন যারা একসময় আমিষ থাকলেও পরবর্তীকালে নিরামিষাশীতে পরিণত হন( Bollywood News )। এটা সাধারণ মানুষ থেকে বলিউডের অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও হয়ে থাকে।অনেকের মতেই নিরামিষ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। যে কারণে অনেক অভিনেত্রীরাই একসময় আমিষ খেলেও নিজেদের খাবার অভ্যাস পুরোপুরি বদলে নিরামিষেই ঝুঁকেছেন। আজ বলিউডের এমন পাঁচ অভিনেত্রীর সম্পর্কেই জন্য যারা ভেজিটেরিয়ানে পরিণত হয়েছেন।

 

১. অনুষ্কা শর্মা

Bollywood News

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। বলিউডের অভিনেত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে অনুষ্কার। ২০১৮ সালে অনুষ্কা আমিষ ছেড়ে নিরামিষকেই বেছে নেন। অভিনেত্রী পরে জানিয়েছিলেন, ভেজিটেরিয়ান হওয়ার সিদ্ধান্তটা সত্যি জীবনের সেরা সিদ্ধান্তের মধ্যে অন্যতম।

২. ভূমি পেদনেকার

Bollywood News

বলিউডের অভিনেত্রী ভূমি পেদনেকার একসময় বিশাল চেহারার জন্য অনেক কিছু শুনেছিলেন। তবে বর্তমানে বলিউডের আকর্ষণীয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। অভিনেত্রীও আমিষ ছেড়ে ভেজিটেরিয়ান হয়ে গিয়েছেন। যদিও কোনোদিনই মাছ মাংসের প্রতি বিশাল আকর্ষণ ছিল না অভিনেত্রীর, তবে নিজের ভেজিটেরিয়ান হওয়া নিয়ে বেশ খুশি অভিনেত্রী।

৩. আলিয়া ভাট

Bollywood News

 

বলিউডের বিখ্যাত প্রযোজক মহেশ ভাট কন্যা আলিয়া ভাট। অল্প বয়সেই কেরিয়ারে সফলতার সিঁড়িতে চড়তে শুরু করেছে আলিয়া। তবে নিজের ফিগারের প্রতি এখন থেকেই বেশ যত্নশীল অভিনেত্রী। খাবারের মধ্যে শুধুমাত্র ভেজ খাবারই খান। মাছ মাংস একেবারেই বাদ দিয়েছেন খাবারের তালিকা থেকে।

৪. শ্রদ্ধা কাপুর

Bollywood News

বিখ্যাত অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুর। আশিকি ২ ছবিতে শ্রদ্ধার অভিনয় এখনও সকলের মনে গেঁথে রয়ে গেছে। অনেকেই হয়তো জানেন না একসময় মাছ মাংস খেলেও ২০১৯ সালে সম্পূর্ণ রূপে ভেজিটেরিয়ানে পরিণত হয়েছেন অভিনেত্রী।

৫. সোনাম কাপুর

Bollywood News

অনিল কাপুর কন্যা সোনাম কাপুরকে সকলেই চেনেন। বলিউডের নামি অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি, অবশ্য এখন সেভাবে আর অভিনয়ে দেখা মেলে না অভিনেত্রীর। শুরু থেকেই ভেজে খাবার বেশ পছন্দ ছিল অভিনেত্রীর। শেষে গতবছর আমিষ খাবার একেবারেই ত্যাগ করে দেন সোনাম। বর্তমানে তিনি একজন ভেজিটেরিয়ান, এবং নিজের এই সিদ্ধান্তের জন্য গর্বিত অভিনেত্রী।

আরও পড়ুন : সুদূর অতীতেও ছিল বিজ্ঞাপনের বহর! সেলেব্রিটি হিসাবে দেখা মিলেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের




Leave a Reply

Back to top button