Bollywood News : সুপারহিট বলিউড সিনেমাগুলির একাধিক গল্পই ঝাঁপা! অবাক হলেন তাহলে দেখেই নিন রিমেক ছবির তালিকা

বলিউডে এমন কিছু ছবি রয়েছে যেগুলো সিনেমা হলে দেখে বেরিয়ে এলেও তার রেশ রয়ে গিয়েছে অনেক বেশি সময় ধরে। কিছু সিনেমার কাহিনী এমনভাবে গেথে গিয়েছে মনের মধ্যে যে সেগুলিকে ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে বিখ্যাত বলিউড ছবির মধ্যে অনেকেরই কাহিনী আসলে বলিউডের নয়। বরং অন্য ভাষার সিনেমা রিমেক করেই কোটি কোটি টাকার বক্স অফিস হিট হয়েছে কিছু বলিউড ছবি। যাদের মধ্যে কিছু ছবি এমন রয়েছে যা আপনি আগে জানতেনই না।আসলে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রতিবছরই এমন কিছু ছবি তৈরী হয় যা সত্যি অনবদ্য। সেই সমস্ত ছবির কাহিনীর স্বত্ব কিনেই তৈরী হয় রিমেক( Bollywood News )। সাউথের গল্প কিনে তৈরী করা এই ছবিতে দেখা মেলে বলিউডের পরিচিত অভিনেতা অভিনেত্রীদের। সেই ছবি দেখার পরেই মনের মধ্যে গেঁথে যায় রীতিমত। আজ আপনাদের এমনই কিছু ছবির সম্পর্কে জানবো যেগুলি আসলে সাউথ ইন্ডিয়ান ছবির রিমেক।

থ্রি ইডিয়টস (3 Idiots)

Bollywood News

আমির খানের বিখ্যাত সিনেমা থ্রি ইডিয়টস। তিন বন্ধুর কাহিনী নিয়ে তৈরী এই ছবিটি আজও সকলের সমানভাবে পছন্দ। কিন্তু জানেন কি এই ছবিটি আসলে কিন্তু বলিউডে প্রথম তৈরী হয়নি। তামিল ছবি নানবান (Nanban) এর রিমেক কপি এই থ্রি ইডিয়টস সিনেমাটি।

Bollywood News

জলি এল এল বি (Jolly LLB)

Bollywood News

দেশের ন্যায় ব্যবস্থা নিয়ে তৈরী এক অনবদ্য বলিউড ছবি জলি এলএলবি। এই ছবিটিও আসলে বলিউডের নয়, তামিল ছবি মণিথন (Manithan) এর রিমেক ভার্শন এই ছবিটি।

Bollywood News

এ ওয়েডনেস ডে (A Wednessday)

Bollywood News

এক সাধারণ মানুষ চাইলে গোটা সিস্টেমকে হিলিয়ে ছেড়ে দিতে পারে। এই কাহিনীই তুলে ধরে ছিল এ ওয়েডনেস ডে (A Wednessday) ছবিতে। তবে ছবিটি বলিউডের হিন্দিতে তৈরির আগে আগে তামিল ভাষায় ও তেলেগু ভাষায় তৈরী করা হয়েছিল। তারপর সেটিকে বলিউডে রিমেক করা হয়।

Bollywood News

কাহানি (Kahani)

Bollywood News

বিদ্যা বলেন অভিনীত কাহিনী ছবিটি ২০১২ সালে রিলিজ হয়েছিল। রহস্যে মোড়া সিনেমাটিতে বিদ্যা বালানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। তবে সিনেমার আসল কাহিনী কিন্তু অনামিকা (Anamika) নামের তেলেগু ছবির রিমেক।

Bollywood News

যাব উই মেট (Jab We Met)

Bollywood News

কারিনা কাপুর ও শহীদ কাপুরের বিখ্যাত ছবি যাব উই মেট। ছবিটি বলিউডে সুপার হিট হয়েছিল। তবে সিনেমাটি কিন্তু আসলে একটি রিমেক। তামিল সিনেমা কান্দেন কদলাই (Kanden Kadhalai) ছবির রিমেক ছিল এই ছবিটি।

Bollywood News

আরও পড়ুন : Punjab Election 2022 : জনগণের জন্য কাজ করছেন কে, পাঞ্জাবে মুখোমুখি চান্নি – মান




Leave a Reply

Back to top button