বন্দুক হাতে চোখ পাকিয়ে দাঁড়িয়ে মদন মিত্র, কাকে গুলি করবেন? লঞ্চ হল ‘ওহ লাভলি’র পোস্টার
সাদা ফুল স্লিভ জামা আর মেরুন প্যান্ট পরে পোস্টার লঞ্চ অনুষ্ঠানে জমিয়ে নাচলেন মদন

বড় দোনলা বন্দুক হাতে মদন মিত্র। পরনে সাদা জামা, ‘হুইস্কি কালার’-এর সানগ্লাস। কটমট করে চোখ পাকিয়ে দাঁড়িয়ে। কাকে গুলি করছেন কামারহাটির বিধায়ক? আরে না, না। বাস্তবে নয়। ওটা সিনেমা। হরনাথ চক্রবর্তীর ‘ওহ লাভলি’ সিনেমায় সুবিমলের চরিত্রে অভিনয় করছেন মদন মিত্র। তারই পোস্টার রিলিজ হল আজ, বৃহস্পতিবার। সাদা ফুল স্লিভ জামা আর মেরুন প্যান্ট পরে পোস্টার লঞ্চ অনুষ্ঠানে জমিয়ে নাচলেন মদন।
বঙ্গ রাজনীতিতে মদন মিত্র জনপ্রিয় নাম। তাঁকে ‘কালারফুল বয়’-এর তকমা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি যা বলেন, যা করেন সবই সুপারহিট। মাঝেমধ্যে ভিডিও অ্যালবাম বানান। কোনওটায় তিনি দশপ্রহরণধারিণী, কোনওটায় আবার সেতারবাদনরত। সোশ্যাল মিডিয়ায় সে সব পড়তে না পড়তেই ভাইরাল।
কিন্তু সিনেমায় এই প্রথম। হরনাথ চক্রবর্তীর হাত ধরেই বড় পর্দায় ডেবিউ হচ্ছে মদন মিত্রের। জানা গেছে, সিনেমায় তিনি নায়িকার বাবার চরিত্রে অভিনয় করছেন, নাম সুবিমল। ছবিতে তিনি চালকলের মালিক। সেই ছবিরই পোস্টার রিলিজ হল এদিন। পরিচালক হরনাথ চক্রবর্তী বলছেন, রাজনীতির মতো সিনেমার পর্দাতেও ম্যাজিক দেখাবেন বিধায়ক-অভিনেতা মদন।
‘ওহ লাভলি’ ছবিতে নায়ক ও নায়িকার ভূমিকায় অভিনয় করছেন নবাগত ঋক এবং রাজনন্দিনী। মদন মিত্র ছাড়াও অভিনয়ে রয়েছেন খরাজ বন্দ্যোপাধ্যায়, লাবনী সরকার প্রমুখ। ছবিটির প্রযোজক সাথী ফিল্মস। ‘ওহ লাভলি’-র টিজার মুক্তি পেয়েছে ৩০ জুলাই। সামনে এসেছে টাইটেল ট্রাক ‘তোকে নিয়ে বিলেত যাব রে’।
নেতা থেকে অভিনেতা মদন মিত্রের বেশ কিছু সংলাপ ইতিমধ্যেই হিট। পরিচালক হরনাথ চক্রবর্তী বললেন, ‘সিনেমায় মদন মিত্র পরোপকারী চরিত্র। চালকলের মালিক। নায়িকার বাবার। যিনি বন্দুক দিয়ে ফায়ার করেন। এলাকার সবাই তাঁকে শ্রদ্ধা করে। মদনদাকে ভেবেই চরিত্রটা লেখা। ভালো অভিনয় করেছেন’।