ব্রিকসের সদস্যপদ পেল না বাংলাদেশ, খালি হাতেই ঢাকায় ফিরছেন শেখ হাসিনা

আশা ছিল। কিন্তু ব্রিকসের সদস্যপদ পেল না বাংলাদেশ।

আশা ছিল। কিন্তু ব্রিকসের সদস্যপদ পায়নি বাংলাদেশ। একপ্রকার খালি হাতেই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুরে জোহানেসবার্গ থেকে বিমানে চড়বেন। রবিবার সকাল ৮.৪০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে তাঁর।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকা যান শেখ হাসিনা। সম্মেলন শুরুর আগে জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল ২৩টি দেশ। এর মধ্যে বাংলাদেশও ছিল। ব্রিকসের প্রভাবশালী সদস্য চিনা প্রেসিডেন্ট শি জিনপিং হাসিনাকে আশ্বস্ত করে বলেছিলেন, সদস্যপদ নিয়ে বাংলাদেশকে সমর্থন করবে বেজিং।

Seikh Hasina,Bangladesh,BRICS,Dhaka,South Africa

কার্যক্ষেত্রে তেমনটা হয়নি। অর্থনৈতিক জোট ব্রিকসে নতুন ৬টি দেশকে সদস্যপদ দেওয়া হয়েছে। দেশগুলো হল সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।  ব্রিকসের সদস্যপদ না পাওয়াকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কূটনীতিকরা।

প্রসঙ্গত গত জুনে সুইজারল্যান্ড সফরকালে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক করেছিলেন হাসিনা। সেখানে ব্রিকস নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয়। দাবি, বাংলাদেশের সদস্যপদের ব্যাপারে ইতিবাচক সাড়া দেন রামাফোসা। এরপরই ব্রিকসের অংশ হতে চেয়ে আবেদন করে বাংলাদেশ।

ব্রিকস আউটরিচ অনুষ্ঠানে নিজের বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘আমরা আশা করি আমাদের সময়ের চাহিদা অনুযায়ী সকলের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্রিকস আত্মপ্রকাশ করবে। বৈশ্বিক আদর্শ ও মূল্যবোধকে অস্ত্র হিসেবে ব্যবহারের ব্যাপারে আমাদেরকে অবশ্যই ‘না’ বলতে হবে। অবরোধ এবং প্রতি-অবরোধের চক্রকে বন্ধ করতে হবে। সকল হুমকি, উসকানি ও যুদ্ধ শুরুর বিরুদ্ধে সোচ্চার হতে হবে’।




Leave a Reply

Back to top button